আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৬ আগস্ট পর্যন্ত না.গঞ্জের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

সংবাদচর্চা রিপোর্ট
করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। সেই সূত্রে নারায়ণগঞ্জেও বন্ধ থাকবে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেবেকা সুলতানা সংবাদচর্চাকে বলেন, বোর্ড থেকে যে সিদ্ধান্ত নেয়া হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সেখানে যেহুতু বলা হয়েছে ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সুতরাং নারায়ণগঞ্জের ক্ষেত্রে থাকবে। তিনি বলেন, বোর্ড থেকে যদি সিদ্ধান্ত পরিবর্তন করা হয় না হয় সেক্ষেত্রে আগামী ৬ আগস্ট পর্যন্ত নারায়ণগঞ্জসহ সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ