আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০ হাজারে কত খুন !

সংবাদচর্চা রিপোর্ট:

পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরনের পর সোমবার সকাল থেকে সামনের ভঙ্গুর রাস্তার কাজ শুরু করেছে ঠিকাদার। সেই সাথে তিতাস কর্তৃপক্ষ তাদের পাইপের লিকেজ খুঁজতে শুরু করেছে। তবে এরই মধ্যে নিভে গেছে ২৭ প্রাণ। স্বজন হারিয়ে অকুল সাগরে ভাসার শংকা চেপে বসেছে অসহায় পরিবারগুলোর মাঝে। অভিযোগ রয়েছে, ৫০ হাজার টাকা না দেয়ায় আগে লিকেজ সারাতে আসেননি তিতাস কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর টনক নড়েছে তাদের। ইতিমধ্যে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার জুমআর নামাজের সময়েই মসজিদের ভেতর গ্যাসের গন্ধ পেয়েছিলেন মুসুল্লিরা। আগেও এমন গন্ধ পেয়েছেন তারা। মসজিদ কমিটির সভাপতি জানিয়েছেন, এ বিষয়ে তিতাসকে জানানো হয়েছে-তারা ৫০ হাজার টাকা ঘুষ চেয়েছিলো। তবে ঘুষ দেয়া-নেয়ার আগেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এশা’র নামাজের সময়ে বিস্ফোরনে দ্বগ্ধ হয় মুসুল্লিরা। এ ঘটনায় কমপক্ষে ৫৫ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় ৩৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হলে গতকাল পর্যন্ত ২৭ জন মারা যায়।

নিহতের স্বজন ও সচেতন মহলের অভিযোগ, এ ঘটনা নিছক দুর্ঘটনা নয়। একে রীতিমতো খুন বলেছেন অনেকে। তারা প্রশ্ন তুলেছেন ৫০ হাজার টাকার জন্য কত খুন হবে ? যারা নিহত হলেন তাদের পরিবারগুলোর কী অবস্থা হবে ? ফটো সাংবাদিক নাহিদ আহমেদের স্ত্রী সপ্তম শ্রেনী পড়ুয়া একমাত্র সন্তানকে নিয়ে কিভাবে সংসার চালাবেন। ঘর ভাড়াইবা দিবেন কেমন করে ? আর ছেলের লেখপড়ার খরচ ?

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কর্মচারী নূর উদ্দিন ও পারুল দম্পতির দুই কলেজ পড়ুয়া ছেলের মৃত্যুতে যে ক্ষতি হলো- তা কী পূরণ সম্ভব ?

সর্বশেষ রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইমরান (৩০) নামে আরও একজন মারা গেছেন। নিহতরা হলেন: মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), সাব্বির (২২), জুনায়েদ (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), হুমায়ূন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারী (৭২), রাশেদ (৩০), জয়নাল (৫০), মাইনুদ্দিন (১২), নয়ন (২৭), কাঞ্চন হাওলাদার (৫০), রাসেল (৩৪), মো. বাহাউদ্দীন (৫৫) মসজিদের ইমাম মো. আব্দুল মালেক (৬০), মিজান (৩৪), ফটো সাংবাদিক নাদিম আহমেদ (৪৫), মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শামীম হোসেন (৪৮), জুলহাস ব্যাপারী (৩০), মোহাম্মদ আলী মাস্টার (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজি (৩০) ও ইমরান (৩০)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্রমতে, গুরুতর দগ্ধ অবস্থায় ৩৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যেকের শরীরের অধিকাংশ আগুনে ঝলসে গেছে। তাদের মধ্যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও দুই শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন বাকিদের অবস্থায়ও আশঙ্কাজনক জানা গেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ