আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশে যোগ দিতে প্রস্তুত না.গঞ্জের মনোনয়ন প্রত্যাশীরা , হতে পারে প্রার্থী ঘোষণা

২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে

২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে

সংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। আগামী শনিবার রাজধানীর সোরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাপা। সমাবেশে যোগ দিতে ব্যাপব প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জের জাপার মনোনয়ন প্রত্যাশীরা। ওই দিন ঘোষনা হতে পারে নারায়ণগঞ্জে জাপার প্রার্থীদের নাম।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি এখন নির্বাচনের জন্য প্রস্ততি গ্রহণ করছে। ২০ অক্টোবরের মহাসমাবেশে পার্টির নির্বাচনী নীতিমালা ঘোষণা করা হবে। এখানে পার্টির নির্দেশনা নিয়ে সর্বস্তরের নেতাকর্মীকে মহাসমাবেশের পর দেশব্যাপী কাজ শুরু করতে হবে। ২০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় পার্টির মহাসমাবেশ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে এরশাদের ঘোষনার পর ২০ অক্টোবরকে ঘিরে নারায়ণগঞ্জ জাতীয় পার্টিতে চলছে ব্যক্তি শোডাউনের প্রস্ততি। জেলার দুটি আসনে একাধিক সম্ভাব্য প্রার্থী মহাসমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি জেলার অন্যান্য আসনের সম্ভাব্য প্রার্থীরাও প্রস্ততি নিচ্ছেন জোরেশোরে। এই সমাবেশ থেকেই পরবর্তি নির্দেশনা, দলীয় এবং মহাজোটের গ্রীন সিগন্যাল পাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছেন পার্টির বর্তমান এমপিদ্বয় এবং সম্ভাব্য প্রার্থীরা।

এব্যাপারে আকরাম আলী শাহীন বলেন, যেহেতু নির্বাচনের আগে এটাই শেষ সমাবেশ, তাই বিষয়টি মাথায় রেখে আমরা ব্যাপক লোকজন নিয়ে যাবো। আমাদের টার্গেট আছে, ১০ হাজারের মত লোক নিয়ে সমাবেশ যাওয়ার।

জাতীয় পার্টির আরেক নেতা আবু জাহের বলেন, এই সমাবেশ উপলক্ষে আমরা মিটিং করছি এবং আমাদের প্রস্তুতি খুবই ভালো।

নারায়ণগঞ্জ ২ আসনে ( আড়াইহাজার) জাপার মনোনয়ন প্রত্যাশী জাতীয় যুবসংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন বলেন, সোহরাওয়াদী উদ্যানে আমরা যোগ দিতে সব ধরনের প্রস্তুতি শেষ করছি। ওই দিন আসতে পারে গুরুত্বপূন সিদ্ধান্ত।

নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ণ প্রত্যাশি জয়নাল আবেদিন বলেন, আমাদের ভালো প্রস্ততি নেওয়া হয়েছে। ভালো ভাবে সমাবেশ শেষ করবো, সেই প্রচেষ্টা থাকবে। অনেক লোক নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদী, বাকিটা আল্লাহর ইচ্ছা।

নারায়ণগঞ্জ-৫ আসনের আরেক মনোনয়ণ প্রত্যাশি পারভীন ওসমান বলেন, মনোনয়নের ব্যাপারে আমি আশাবাদী। তবে ২০ তারিখ দেওয়া হবে কি না তা জানা নেই। সমাবেশ হতে এখনো ২ দিন বাকি। তবে সমাবেশ সফল করতে আমরা প্রস্তত আছি।

নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ণ প্রত্যাশি মৌসুমি বলেন, মনোনয়নের ব্যাপারে আমি আমার পক্ষ থেকে হাজার ভাগ আশাবাদী। এছাড়া সমাবেশের ব্যাপারেও প্রস্তুতি অনেক ভালো। বেশি মানুষ নিয়ে সমাবেশে যাওয়ার পদক্ষেপ নিচ্ছি। একটা বড় শো-ডাউন দেয়ার ইচ্ছা আছে।

স্পন্সরেড আর্টিকেলঃ