আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯৫২ সালের ফেব্রুয়ারিতে অসাধারণ আন্দোলনের মধ্যে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল:ড. অনুপম সেন

ড. অনুপম সেন

১৯৫২ সালের ফেব্রুয়ারিতে অসাধারণ আন্দোলনের মধ্যে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল:ড. অনুপম সেনড. অনুপম সেন

ইমরান সোহেল, চট্টগ্রাম ব্যূরো:
বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় উপাচার্য্য বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, আটষট্টি বছর আগে ১৯৫২ এর ফেব্রুয়ারিতে এক অসাধারণ আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। সে সময় সারা পাকিস্তানে মাত্র সাত শতাংশ মানুষ উর্দুতে কথা বলত।

পাকগোষ্ঠী এই সাত শতাংশ উর্দু ভাষীর ভাষাকে পঞ্চান্ন শতাংশ বাংলা ভাষীদের উপর চাপিয়ে দিতে চেয়েছিল। বাঙালিদের ভাষা সংস্কৃতির উপর ওদের আক্রমন ছিল আমাদের জাতিসত্বাকে বিনষ্ট করে আমাদের দাবিয়ে রাখার অপচেষ্টা।

কবি মাহবুব আলমের ফাঁসির দাবী নিয়ে এসেছি কবিতাটি লালদীঘি মাঠে জনসভায় পাঠ করার অপরাধে পটিয়ার কৃতি সন্তান সাবেক ট্রেড ইউনিয়ন নেতা মরহুম চৌধুরী হারুনুর রশিদকে ও কবিতাটি ছাপার অপরাধে কোহিনুর প্রেসের কর্মচারীকে গ্রেফতার ও নির্যাতন চালানো হয়েছিল।

এই থেকে বোঝা যায় তাদের নির্যাতনের মাত্রা কত হিংস্বাত্মক ছিল। পাকিস্তান সৃষ্টির নয় বছর পর ১৯৫৬ সালে দেশটির সংবিধান রচিত হলে বাংলাকে তারা স্বীকৃতি দিতে বাধ্য হয়। তিনি আজ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের একুশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মোছলেম উদ্দিন আহমদ। ডা. অনুপম সেন তাঁর বক্তব্যে আরো বলেন বৃটিশ রাজত্বকালে এদেশে যারা ইংরেজী জানত তারাই বৃটিশ কর্তৃক বিশেষ সুবিধা ভোগ করেছে। ধন সম্পদের মালিক হয়েছে।

উর্দু ভাষা আমাদের উপর চাপিয়ে দিতে ওরা সমর্থ হলে সেসময়ের সারে চার কোটি বাঙালি রাষ্ট্রীয় সব সুযোগ হতে বঞ্চিত হত। অপমানিত ও লাঞ্চিত হতো। চীন, জাপান, কোরিয়ার মতো দেশগুলো নিজ ভাষায় জ্ঞান চর্চা করে শিল্প-বিজ্ঞান-অর্থনীতিতে শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমাদেরও সে পথকে মেনে নিতে হবে। তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তীতে দারিদ্রের হার ছিল ষাট শতাংশ এখন বাইশ শতাংশ।

সেসময় কোটি পতি ২২ পরিবারের মধ্যে ২১ পরিবার ছিল পশ্চিম পাকিস্তানের। এখন কোটি-পতির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। এটাই স্বাধীনতার অবদান। তিনি বাংলাদেশকে ২১ সালে মধ্যম আয়ের দেশ ৪১ সালে ধনী রাষ্ট্র গড়ে তোলার সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার প্রতি অকুন্ঠ সমর্থন অব্যাহত রাখার আহবান জানান।

সভাপতি বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেন, ২১ আমাদের অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করে প্রগতিশীল অসাম্প্রদায়িক বিজ্ঞান ভিত্তিক সমাজ গড়ার প্রেরনা যুগিয়ে আসছে। এই প্রেরনা নিয়েই লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের এগিয়ে যেতে হবে।

এই হোক আজকের শপথ। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, সাবেক এম পি চেমন আরা আরা তৈয়ব, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, বন বিষয়ক সম্পাদক এড: মুজিবুল হক, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, কৃষি সম্পাদক এড: আবদুর রশিদ, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, ধর্ম সম্পাদক আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, উপ দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ মুছা, ছিদ্দিক আহমদ বি.কম, বিজন চক্রবর্ত্তী, আবুল কালাম আজাদ, এস এম ছালেহ, সেলিম নবী, শাহেদা আক্তার জাহান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী,

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মো: গালিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, সহ-সভাপতি দিপীকা বড়–য়া, দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক এড: কামেলা খানম রূপা, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা এম এন ইসলাম, চট্টগ্রামের কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রাশেদুল আরেফিন জিসান প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ