আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর বিয়ে

বিচ্ছেদের ১৬ বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন কবি গুলতেকিন খান। তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী। পাত্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফতাব আহমেদ। তিনিও কবি।
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুই সপ্তাহ আগে ঢাকায় ছোট পরিসরে গুলতেকিনের বাসায় তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর গুলতেকিন যুক্তরাষ্ট্রে চলে যান। সূত্র আরো জানায়, কিছুদিনের মধ্যে দেশে ফিরে বন্ধু-বান্ধব সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন তাঁরা।

গুলতেকিন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী ছিলেন। বিয়ের পর তাঁর নাম হয়ে যায় গুলতেকিন আহমেদ। হুমায়ূন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করার আগে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তারপর সন্তানদের নিয়েই জীবন কাটছিল গুলতেকিনের—কখনো আমেরিকা, কখনো ঢাকায়। নিয়মিত কবিতাও লিখছিলেন।

গত সাত-আট বছর ধরে আফতাব আহমেদের সঙ্গে গুলতেকিনের বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে তা প্রেমে গড়ায়। আফতাব আহমেদ তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটান দশ বছর আগে।

১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের তরুণ শিক্ষক হুমায়ূন আহমেদের প্রেমে পড়েছিলেন গুলতেকিন। পরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিচ্ছেদ হয় ২০০৩ সালে। তাঁদের ঘরে এক পুত্রসহ তিন কন্যাসন্তান রয়েছে। ২০১২ সালে হুমায়ূন আহমেদ কর্কট রোগে আক্রান্ত হয়ে মারা যান। যা হোক, গুলতেকিনের একাধিক প্রকাশিত কাব্য রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ