নিজস্ব প্রতিনিধি:
ফতুল্লা মডেল থানার মাসিক অপরাধ হালচিত্রে গত মে মাসের ৩১দিনে ৩ টি হত্যা মামলাসহ মোট ১১৯টি মামলা রুজু হয়েছে। গত মে মাসে ২৭ লক্ষ ৭ হাজার ৩শ টাকার বিভিন্ন প্রকার মাদক জাতীয় দ্রব্যদি উদ্ধার করেছে থানা পুলিশ। এই মাসে মোট ২ টি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। এই মাসের আইন শৃঙ্খলা গত মাসের চেয়ে অবনতি ঘটেছে বলে মনে করছেন সচেতন মহল।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানায় গত মে মাসে ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ১১৯টি মামলা রুজু হয়েছে। মামলা গুলো হলো, হত্যা (খুন) মামলা ৩টি, ধর্ষন মামলা ১টি, অস্ত্র মামলা ১টি, চুরি মামলা ৩ টি, নারী শিশু ও যৌতুক মামলা ৬ টি, মাদক মামলা ৮৮টি, মারামারি (আদার সেকশন) মামলা ১৬ টি। তবে গত মে মাসে এপ্রিল মাসের চেয়ে মাদক উদ্ধার কম হয়েছে।
গত মে মাসে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ৫ হাজার ১৬ পিস, হেরোইন ১২৬.৫ গ্রাম, এবং গাঁজা ৭ কেজি ৫০০ গ্রাম উদ্ধার করেছে।
মাদক সেবন ও আইন বিরোধী ত্রুটির অভিযোগে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে সাজা প্রদান করেছে। ফতুল্লা থানার পুলিশ গত মে মাসে জিআর ওয়ারেন্ট তামিল করেছে ১০৭টি, এবং সিআর ওয়ারেন্ট তামিল করেছে ৬২টি। সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার করেছে ৯ জন।
ফতুল্লা মডেল থানার এসআই কামরুল হাসান নিয়মিত ডিউটি করে ২টি সাজা ও ১৭ ওয়ারেন্ট তামিল করেছে। এয়াড়া এসআই শাফিউল আলম, কাজী এনামুল হক এএসআই তারেক আজিজ, তাজুল ইসলাম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধাওে সবার শীর্ষে এমনটাই বলছে থানা পুলিশ। এছাড়া রাজু মন্ডল ও বদলী হয়ে যাওয়া এসআই সাইফুর রহমান মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল করেছে বেশ কয়েকটি যা থানার অন্যান্য অফিসারের চেয়ে কম নয়। এতে ফতুল্লা থানা পুলিশের ভাব মুর্তি যেমন উজ্জল হয়েছে, তেমনি কতিপয় কিছু অফিসারের জন্য ভাব মূর্তি কিছুটা ক্ষুন্ন হয়। কতিপয় কয়েকজন এসআই এবং এএসআই এরা মাদক উদ্ধারের নামে নিরীহ মানুষকেও হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। মূলত: প্রকৃত মাদক বিক্রেতারা রয়ে যায় ধরা ছোঁয়ার বাহিরে সেবন কারীদের এনেই মামলা দেয়ার অভিযোগ রয়েছে একাধিক। থানায় পুলিশের সোর্সদের দাপট ও প্রভাব একটু বেশি তা দেখা যায় সর্ব সময়। আজও সেই জাকিরের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। জাকির সোহেল আহম্মেদ রনি ওরফে ডাকাত রনি মতো এখন অনেক সোর্স মাদক বিক্রি করছে এবং সেল্টার দিচ্ছে মাদক বিক্রেতাকে। আবার বীর দর্পে থানায় পুলিশের সোর্স হিসেবে চলাফেরা করে আসছে। এ যেন সোর্সের কাছে ফতুল্লা মডেল থানার কয়েক জন অফিসার অসহায় হয়ে পড়েছে। আজও এই নীতি পরিবর্তন করতে পারেনি ফতুল্লা মডেল থানা পুলিশ। ফতুল্লার মডেল থানার পুলিশের দাবী আগের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা ভালো। এলাকা বাসীর দাবী ফতুল্লা থানার আইন শৃঙ্খলা আগের চেয়ে অবনতি ঘটেছে ।