আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে পুনরায় হকারদের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী

হকারদের বৃহত্তর আন্দোলনের

না.গঞ্জে পুনরায় হকারদের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারীহকারদের বৃহত্তর আন্দোলনের

সংবাদচর্চা ডেস্ক: নারায়নগঞ্জ হকারদের নিয়ে সৃষ্ট সমস্যা থামছেই না । সিটি মেয়র আইভি প্রতিশ্রুতি দেওয়ার পর ও আবার হকাররা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারী দিয়েছে।

সংঘর্ষের পরেও হকারদের দাবী বাস্তবায়ন না হওয়ায় এবার প্লেট হাতে বস্ত্রহীন শরীরে মিছিল করতে যাচ্ছেন নগরীর ফুটপাতের হকাররা। গতকাল সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি মো: আসাদুল ইসলাম আসাদ। তিনি বলেন, ‘গত বছরের ২৫ ডিসেম্বর থেকে পুনর্বাসনের পূর্বে উচ্ছেদ অভিযান বন্ধের দাবীতে নগরীর

ফুটপাতের হকাররা মেয়র, এমপি, ডিসি, এসপিকে স্মারকলিপি প্রদানসহ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছেন।  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা: সেলিনা হায়াত আইভী স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে বি বি রোড ব্যাতীত নগরীর অন্যত্র ফুটপাতে নির্দিষ্ট সময়ের জন্য হকারদের বসার অনুমতি দেন।

কিন্তু নগরীর ফুটপাতের বি বি রোডের শতকরা ৭০ ভাগ হকার থাকায় সকলে এখনও ফুটপাতে বসতে না পেরে অর্ধাহারে আনাহারে দিন যাপন করছেন।’ আসাদুল ইসলাম বলেন, ‘সম্প্রতি হকারদের বি বি রোডে আলোচনা সাপেক্ষে বসার ব্যাপারে স্থানীয় প্রশাসন আশ^াসের বানী শুনালেও বাস্তবে সময়ক্ষেপন ছাড়া আর কিছুই হচ্ছে না। শীত মৌসুম এবং জানুয়ারী মাস প্রায় শেষ হয়ে চললেও বি বি রোডের হকাররা ব্যবসা পরিচালনা করতে না পারায় পরিবার পরিজন নিয়ে বেশ কষ্ট পোহাতে হচ্ছে। তাই বি বি রোডের ফুটপাতে জনগণের চলাচলের ব্যবস্থার পাশাপাশি হকারদেরও যেন বসার ব্যবস্থা করে দেয়া হয়, সেই লক্ষ্যে

আগামী বুধবার ৩১ জানুয়ারী সকাল ১০ টায় নগরীর চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গন থেকে কয়েক হাজার অভুক্ত হকার তাদের পরিবার নিয়ে খালি প্লেট হাতে খালি গায়ে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

 

স্পন্সরেড আর্টিকেলঃ