রূপগঞ্জে স্কুল ছাত্রদের কাছে ইয়াবাসহ ব্যবসায়ী আটক
রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি ঃ রূপগঞ্জে ইয়াবা বিক্রির সময় রিফাত নামে এক মাদক ব্যবসায়ীকে ২০পিছ ইয়াবাুসহ স্কুলের ছাত্ররা আটক করেছে। আটকের পর তাকে মেম্বারের সহযোগীতায় পুলিশের কাছে সপর্দ করা হয়েছে। জানা যায় ইয়াবা ব্যবসায়ী পার্চগাও এলাকার কুদ্দসের ছেলে রিফাত (১৬)। সে দীর্ঘ দিন যাবত গোলাকান্দাইল পূর্বপাড়ার মাদক স¤্রাট বিল্লালের সেল্সম্যান হিসাবে ইয়াবা বিক্রি করে আসছে।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার ১০টায় উপজেলার গোলাকান্দাইল মুজিবর রহমান ভুইয়া উচ্চ বিদ্যালয় এলাকায়। স্থানীয়রা জানান ব্যবসায়ী রিফাতকে আটক করে স্কুলের ছাত্ররা। আটকের সময় তার কাছ থেকে ২০পিছ ইয়াবা ও নগদ ৪৫০টাকা পাওয়া যায়। ইয়াবাসহ ব্যবসায়ীকে আটকের পর ছাত্ররা স্থানীয় ইউপি সদস্য মোঃ ই¯্রাফিলকে খবর দেয়। ই¯্রাফিল মেম্বার ঘটনাস্থলে গিয়ে মাদক বিক্রেতা রিফাতকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে তাদের কাছে রিফাতকে সপর্দ করে।
রিফাত জানান সে গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকার বিল্লালের বেতন ভুক্ত কর্মচারী। প্রতিদিন রিফাত বিল্লালকে ৫০০ টাকার বিনিময়ে ৫,০০০ টাকার ইয়াবা বিক্রি করে দেন। সে ২০দিন যাবত এভাবেই গোলাকান্দাইল এলাকার বিভিন্ন স্থানে যেমন গোলাকান্দাইল হাটের পাশে, মুলির দোকানে বসেও সে ইয়াবা বিক্রি করে বলে জানা যায়। সে ফেরী করেও নাকি মাদক বিক্রি করেন। জানা যায় এর আগেও সে পুলিশের কাছে আটক হয়েছে।
ই¯্রাফিল মেম্বার জানান পূর্বপাড়ার মাদক স¤্রাট বিল্লালকে কোনভাবেই মাদক বিক্রি বন্ধ করানো যাচ্ছেনা। তার লোকজন ধরা পড়লে পুলিশ, আদালত সবই সে দেখা শুনা করে। তিনি আরো বলেন পুলিশকেই এই মাদক বিক্রি বন্ধ করতে হবে। আমরাতো আইন হাতে তুলে নিতে পারিনা।
ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম বলেন, মাদকসহ রিফাত নামে একজনকে আটক করা হয়েছে। তাকে অবশ্যই মামলা দিয়ে আদালতে চালান দেয় হবে।