আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সৌদি আরবের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ) থেকে এই আদেশ কার্যকর হবে। খবর আরব নিউজের।

সৌদির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থী ও কর্মীদের সুরক্ষা এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশক্রমে এই ‘প্রতিরোধও সতর্কতামূলক’ পদক্ষেপ নেয়া হয়েছে। তারা বলছে, দেশটির সরকারি ও বেসকারি স্কুল এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে শিক্ষার প্রক্রিয়া কার্যকর ও গুণগতভাবে অব্যাহত রাখতে বন্ধ থাকা স্কুলগুলোতে ভার্চুয়াল স্কুল ও দূরবর্তী শিক্ষা কার্যক্রম চালু করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সৌদির শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মেদ আল-আশশেখ বলেছেন, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ এবং স্কুল শুরু হওয়ার আগ পর্যন্ত তারা প্রাত্যহিক ও সাপ্তাহিক মূল্যায়ন করবেন।

এদিকে সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেছেন, এখনও পর্যন্ত সৌদির কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্তের ঘটনা ঘটেনি।

রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, আল্লাহকে ধন্যবাদ, পরিস্থিতি আশঙ্কাজনক নয় এবং কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। কিন্তু বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে আমাদের ছেলে-মেয়েদের সুরক্ষায় পদক্ষেপ নিতে হয়েছে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সাময়িকভাবে সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।