আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে

সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগেসোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
(৮ মার্চ) বৃহস্পতিবার সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলমের সভাপতিত্বে থানা প্রাঙ্গনে সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মোঃ শাজেদুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার,বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ মোল্লা বাদশা,সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এসআই) সাধন চন্দ্র বসাক,সোনারগাঁ থানা ওসি (তদন্ত) অপরাধ আব্দুল জব্বার ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দ,কমিউনিটি পুলিশের সদস্য-সহ সোনারগাঁয়ের সকল সাংবাদিকবৃন্দ।

এ সময় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মুক্ত ভাবে সকল উপস্থিতিগন সোনারগাঁয়ের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে মাদক,ইভটিজিং,ডাকাতি,চাঁদাবাজী-সহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন সোনারগাঁবাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে বলেন,সোনারগাঁয়ে কোন শয়তানের স্থান হবেনা,শয়তান বেশী দিন টিকেও থাকেনা।একটি সুন্দর সোনারগাঁ উপহার দিতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি এবং সোনারগাঁয়ের সাধারন জনগনের কল্যানে নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।