আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বসত ঘরে আগুন

সোনারগাঁয় আগুন

সোনারগাঁয় আগুন

 

সংবাদচর্চা রিপোর্টঃ
সোনারগাঁ পৌরসভার বানিনাথ পুর গ্রামের আমানউল্লাহ’র বাড়িতে আগুন লেগে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
(১৪ এপ্রিল) শনিবার সকাল ১১ টার সময় এ অগ্নিকান্ড ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিনাথ পুর গ্রামের ব্যবসায়ী আমানউল্লাহ’র বাড়ির টিনের ঘরে সঞ্জয় নামের এক ভাড়াটিয়া বিগত ১০ বছর যাবৎ পরিবার-সহ বসবাস করে আসছিল।
সকাল ১১ টার সময় হঠাৎ করে আগুন লেগে ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধারনা করা হচ্ছে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
সরেজমিনে দেখা যায়, এলাকাবাসী ও প্রশাসনের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভেতর থেকে কোন মালামাল বের করা সম্ভব হয়নি।
জানতে চাইলে ভাড়াটিয়া সঞ্জয় বলেন, আমি বিগত ১০ বছর ধরে এই বাড়িতে পরিবারসহ বসবাস করে আসছি। শনিবার সকালে আমার স্ত্রী ও সন্তানদের নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় আসার পর মোবাইল ফোনে আগুন লাগার কথা জানতে পারি।
সঞ্জয় ভারাক্রান্ত মনে বলেন, আমার ঘরে ১২ হাজার টাকা, স্বর্ণালংকার ও সকল আসবাবপত্র-সহ প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরো বলেন, আগুন লাগার কথা শুনে সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকা নিজেই ছুটে এসেছেন, এমপি মহোদয়ের সাথে থাকা অনেকেই আগুন নেভাতে সহযোগিতা করেছে এবং আমার পরিবারের পাশে থেকে সাহায্য করার আশ্বাস ব্যক্ত করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ