আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে হোম কোয়ারেন্টাইনে না থাকায় জরিমানা

সোনারগাঁয়ে ‘হোম কোয়ারেন্টাইনে’ না থেকে বাহিরে ঘুরাফেরা করায় ৩ প্রবাসীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২০ মার্চ) বিকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিন কোয়ারেন্টানে থাকা বাধ্যতামূলক করেছে সরকার। সরকারী নি‌ষেধাজ্ঞা অমান্য করার অপরাধে সনমান্দি ইউনিয়নের ইতালী প্রবাসী মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. কাদিরকে ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের ভাটিচর গ্রামের নুরুল ইসলামের ছেলে মনির হোসেনকে ১০ হাজার টাকা ও পৌরসভার হাড়িয়া এলাকার আজিজুল রহমানের ছেলে আতিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমমানা করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ