আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মেয়র প্রার্থী রোমা

সংবাদচর্চা রিপোর্ট: সোনারগাঁ পৌর সভা নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী রোমা আক্তার। মেয়র পদে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। নির্বাচন করার লক্ষ্যে তিনি পৌর এলাকায় কাজ করে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। তিনি ১৯৯৪ সালে সোনারগাঁ উপজেলার আমিনপুর ইউনিয়নে ৭, ৮ ও ৯ নং ওয়াডের সংরক্ষিত সদস্য , ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সোনারগাঁ পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছিলেন বলে জানা গেছে । এছাড়া তিনি সোনারগাঁ উপজেলার মহিলা সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা পল্টনে কালো পতাকা মিছিল থেকে গ্রেফতার হয়ে তিনি ২৪ দিন কারাবরণ করেছে।

রোমা আক্তার বলেন , দল মনোনয়ন দিলে নির্বাচন করব। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

প্রসঙ্গত জাতীয় পাটি সমথিত নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার স্ত্রী ডালিয়া লিয়াকত আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তাকে ঠেকাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীরাও নির্বাচনের মাঠ গোছাচ্ছে। ইতোমধ্যে তার একাধিক প্রতিপক্ষ নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে রয়েছে।