সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁ উপজেলায় একটি মাদ্রাসা ছাত্রী অপহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ, উপজেলা বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া মহিলা মাদ্রাসার ছাত্রী মাহসিনা আক্তার মীম মাদ্রাসায় আসা যাওয়ার পথে নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকার নুর মোহাম্মদের ছেলে দুলাল মিয়া তাকে উত্ত্যক্ত করতো। গত রবিবার সকালে মিম মাদ্রাসায় যাওয়ার পথে ওৎ পেতে থাকা দুলাল মিয়া, সুজন ও হালিম জোড়পুর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মোক্তার হোসেন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম জানান, অপহরনে ঘটনায় অভিযোগ নেয়া হয়েছে এবং উদ্ধারের চেষ্ঠা চলছে।