নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ থানা বিএনপির অধীনস্থ দশটি ইউনিয়নের ইউনিট কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই ইউনিট কমিটিগুলোর অনুমোদন দেন সোনারগাঁ উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্য সচিব মোঃ মোশাররফ হোসেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এই ইউনিট কমিটি ঘোষণা করা হয়।
কাঁচপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন হাজী সেলিম হক এবং সদস্য সচিব হাজী মোমেন খাঁন।
মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন কাজী নজরুল ইসলাম টিটু এবং সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।
শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন মোঃ জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন ডাঃ মোঃ মিজানুর রহমান এবং সদস্য সচিব মোঃ আবু বকর সিদ্দিক।
বারদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন হাজী আব্দুর রহমান মুন্সি এবং সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন।
বৈদ্যার বাজার ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন মোঃ তাজুল ইসলাম সরকার এবং সদস্য সচিব মোঃ মোশাররফ মেম্বার।
পিরোজপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন মোঃ মনিরুজ্জামান এবং সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীন।
জামপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন মোঃ আল-মুজাহিদ মল্লিক এবং সদস্য সচিব মোঃ আজহারুল ইসলাম সানোয়ার।
সনমান্দি ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন সফির উদ্দীন মজনু এবং সদস্য সচিব মোঃ মোসলেহ উদ্দীন।
সাদিপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক পদে আছেন মোঃ কামরুজ্জামান ভূঁইয়া এবং সদস্য সচিব মোঃ আব্দুর রহমান সরকার।
কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে থানা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান জানান, আমরা দ্রুততম সময়ে সবাইকে সমন্বয় করে আহবায়ক কমিটি ঘোষণা করেছি। কারো কোন অভিযোগ নেই কমিটির ব্যাপারে।