আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধে সভা

সোনারগাঁয়ে বাল্য বিবাহ

সোনারগাঁয়ে বাল্য বিবাহ

সোনারগাঁ প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে মেঘনা নদী দ্বারা বেষ্টিত নুনেরটেক এলাকায় বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধ এবং বয়সন্ধি কালীন সচেনতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার স্থানীয় নুনেরটেক উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিবি তহুরা ও পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি।

আরো উপস্থিত ছিলেন- নুনেরটেক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং মসজিদের ইমাম, কাজী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

স্পন্সরেড আর্টিকেলঃ