আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

সোনারগাঁয়ে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৯ দিন পর দীন ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত দীন ইসলাম পিরোজপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে।

গত ৪ তারিখে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে আহত করার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রবিবার (১৩ অক্টোবর) রাতে বাড়িতে আনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে সে মারা যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ