আজ বুধবার, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় অর্ণমিত্র নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টিবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অর্ণমিত্র নরসিংদি জেলার পলাশ থানার কর্নবর্তি গ্রামের নিরঞ্জন মিত্রের ছেলে। তার সাথে পাওয়া পরিচয় পত্র থেকে জানা যায় তিনি হোন্ডা কোম্পানিতে কর্মরত ছিলেন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ট্রিপর্দী এলাকার চৈতি গার্মেন্টের সামনে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পর ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।