আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে এইডস সচেতনায় কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এইচ আইভি ও এইডস সচেতনতা বৃদ্ধির লক্ষে একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সিভিল সার্জনের আয়োজনে উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অংশ নেন, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর আহাম্মেদ চৌধূরী, নারায়ণগঞ্জ সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, বৈদ্যেরবাজার এনএ এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার, কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস, আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা আক্তার, হামছাদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদুজ্জামান, চৌধূরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান, স্বাস্থ্যকমপ্লেক্স মসজিদের ইমাম নুরুল আমিন শাহজাহান, দরপত মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি নাজমুল ইসলাম সিদ্দিকী প্রমূখ।

কর্মশালায় বক্তরা এইচ আইভি ও এইডস সচেতনতা বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

স্পন্সরেড আর্টিকেলঃ