আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে ইসা ও আল ইমদাদ ফাউন্ডেশনের উদ্যোগে ত্রান বিতরন

ত্রান বিতরন

ত্রান বিতরন

 

সোনারগাঁ প্রতিনিধি:
উপজেলায় ইসা ও আল ইমদাদ ফাউন্ডেশনের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে ত্রান বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় প্রায় ৫ শত পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইসা ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক ও যুক্তরাজ্যের বাসিন্দা জুবায়ের ডেসাই, ফাউন্ডেশনের হিসাব ব্যবস্থাপক হাবিব আজম, সদস্য মুফতি হাবিবুল্লাহ, আব্দুল হালিম, মাওলানা সুফিয়ান, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন প্রমূখ।
ইসা ফাউন্ডেশনের সদস্য মুফতি হাবিবুল্লাহ জানান, ২০১৬ সালে ইসা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। সংগঠণটি ইতিমধ্যে বাংলাদেশে মৌলভীবাজার, হবিগঞ্জের বানিয়াচং, কিশোরগঞ্জ সহ ১০টি জেলায় প্রায় ১০ হাজার পরিবারকে রমজানের ত্রান বিতরন করা হয়েছে। আমরা ২০১৭ সালে রোহিঙ্গাদের মাঝে ত্রান বিতরন করেছি।