আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সাদ্দাম, আরিফ ও আনোয়ার হোসেন টুকু নামে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৩টি ধারালো ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের সহযোগি ৫ ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মোজাম্মেলের ছেলে, আরিফ একই এলাকার আজাহারুল ইসলামের ছেলে এবং আনোয়ার হোসেন টুকু একই এলাকার মৃত মরজত আলীর ছেলে। তাদের কাছ থেকে ৩টি ধারালো ছোরা ও ১টি লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।