আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অস্ত্রসহ এক মহিলা গ্রেফতার

সম্রাট

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর নইন্নাভিটা এলাকা থেকে বিদেশী পিস্তল ও গুলি ম্যাগজিনসহ মমতাজ নামের এক মহিলাকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
রোববার বিকেলে ঘরের মাটি খুঁড়ে এ অস্ত্র উদ্ধার করে পুলিশ।গ্রেফতারকৃত মমতাজ গঙ্গাপুর নইন্নাভিটা গ্রামের জজ মিয়ার স্ত্রী ও ডাকাত সদস্য মোখলেছুর রহমানের মা।এঘটনায় সন্ধ্যায় এসআই আব্দুল হক শিকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
সোনারগাঁও থানার উপ পরিদর্শক(এসআই) আব্দুল হক শিকদার জানান,সোনারগাঁওয়ের গঙ্গাপুর নইন্নাভিটা গ্রামের জজ মিয়ার ছেলে ডাকাত দলের সদস্য,মোখলেছুর রহমানকে সম্প্রতি গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।পরে পুলিশ ডাকাতির তথ্য উদঘাটনের জন্য তার মা মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাত মোখলেছের মা তার ঘরে একটি বিদেশী পিস্তল রয়েছে বলে জানায়।
গতকাল রোববার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুড়ে ঘর থেকে একটি বিদেশী পিস্তল,এক রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান,মহিলাকে পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে।সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।