মাজহারুল ইসলামঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন আবাসিক গ্রাহক ছাড়াও অধিকাংশ হোটেল রেস্টুরেন্টে অবৈধভাবে সংযোগ নিয়ে তিতাস গ্যাস ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিতাস কর্মকর্তারা। গত ১৮ ডিসেম্বর সোমবার থেকে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন শুরু করেছে তিতাস।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মশিউর রহমান জানান,সোনারগাঁয়ে বিভিন্ন গ্রামে প্রায় ৯০ ভাগ আবাসিক গ্রাহক এবং ৮০ ভাগ হোটেল রেস্টুরেন্টে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে।গত কয়েক মাস আগে সোনারগাঁয়ের পিরোজপুরের হিরাঝিল ও সুগন্ধা নামের দুটি হোটেল রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কয়েক দিন পর আবারও এসব হোটেলে অবৈধভাবে গ্যাস ব্যবহার শুরু হয়েছে।তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে বিচ্ছিন্ন করা হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় অবস্থিত রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং কাঁচপুর শিল্পাঞ্চলে একটি শিশা প্রস্তুতকারী কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নর অভিযান অব্যাহত থাকবে বলে জানান