আজ শুক্রবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অপহরনকারীকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরীতে অবস্থিত ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে দুই স্কুল ছাত্রীকে অপহণের চেষ্টার সন্দেহে মনোয়ার হোসেন (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

গতকাল রোববার দুপুরে স্থানীয় লোকজন তাকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মেঘনা শিল্পনগরীর ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রী সাথী আক্তার (৯) ও নুরজাহান (১০) পুড়ি ও সমুচা খাওনোর লোভ দেখিয়ে মনোয়ার হোসেন নামে এক যুবক নিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, অপহরন সন্দেহে একজনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ