নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় ধাপের নির্বাচনে কম-বেশি ৩৫ শতাংশ ভোট পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলেও স্বীকার করেন তিনি।
এ ধাপে খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে জানিয়ে সিইসি বলেন, সেগুলো এমন নয়, অবাধ ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্থ করেছে। আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা ভোটকারচুপির চেষ্টা করেছিলেন। দুজনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ভোটগ্রহণ সন্তোষজনক ছিল বলেও দাবি করেন সিইসি।
বুধবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।