আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে অনুদানের দাবিতে ইলিশ শিকারী জেলেদের বিক্ষোভ

সোনারগাঁ প্রতিনিধি: অনুদানের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ইলিশ মাছ শিকারী জেলেরা বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ করেন।

জানা যায়, মা ইলিশ প্রজনন মৌসুম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পযন্ত ইলিশ মাছ শিকার করতে  নিষেধাজ্ঞা দেয় করে মৎস অধিদপ্তর। এতে বেকার হয়ে পরেছেন মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারের জেলেরা। সোমবার জেলেরা একত্রিত হয়ে অনুদানের দাবিতে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ করেন।

মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারী জেলে প্রদীপ বর্মন ও নুরু মিয়া জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ৫ বছর আগে আমাদের আইডি কার্ড করে দিলেও আমরা এখনও কোনো সরকারী অনুদান পাইনি। মৎস অধিদপ্তর নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করায় আমরা পরিবার পরিজন নিয়ে অনাহারে দিনাতিপাত করছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আকতার বলেন, সরকারিভাবে জেলেদের জন্য কোন অনুদান বরাদ্ধ না থাকায় তাদের কোন অনুদান দেওয়া হয়নি। তবে বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি।

স্পন্সরেড আর্টিকেলঃ