সোনারগাঁয়ের শীর্ষ সন্ত্রাসী নয়নের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন । এর আগে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে পাঠানো হয় ।
গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের গোহাট্টা এলাকা সোনরাগাঁ থানা পুলিশ তাকে গ্রেফতার করে ৷
জানা গেছে নয়ন বন্ডের নামে অস্ত্র ডাকাতিসহ ১২ টি মামলার রয়েছে। নয়ন সোনারগাঁয়ের গোহাট্টা এলাকার জাকিরের ছেলে৷