আজ মঙ্গলবার, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁও প্রেস ক্লাবের সাথে ৬ দেশের প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

সোনারগাঁও প্রেস ক্লাবের

সোনারগাঁও প্রেস ক্লাবের সাথে ৬ দেশের প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

সোনারগাঁও প্রেস ক্লাবের

সোনারগাঁও প্রতিনিধি : বাংলাদেশসহ ৬ দেশের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁও রয়েল রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মফস্বল সাংবাদিকতার নানা সমস্যা নিয়ে বিভিন্ন দেশের প্রেস কাউন্সিল চেয়ারম্যান স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সভায় সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মেলেক সুলে আকের, শ্রীলংকা প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মি: কুজ্জালা ওয়েলালা বান্ডুলা, নেপালের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান কিশোর শিষ্টা, ভারত প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি চন্দা মাওলী কুমার প্রসাদ, মায়ানমার প্রেস কাউন্সিলের সদস্য জু থান, সোনারগাঁও প্রেস ক্লাবের আজীবন সদস্য এ কে এম মাহফুজুর রহমান, সাবেক আহবায়ক মাসুদ শায়ান, সহ সভপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আল আমিন তুষারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মেলেক সুলে আকের বলেন, সাংবাদিকদের স্বাধীনতার পাশাপাশি আরো দায়িত্বশীল হতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রয়োজন। আমরা ১৫টি দেশ সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করছি। সুন্দর সমাজ গঠন করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। শ্রীলংকার প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মি: কুজ্জালা ওয়েলালা বান্ডুলা বলেন সাংবাদিকতা একটি মহৎ পেশা। এ পেশার মর্যাদা ধরে রাখতে হলে সাংবাদিকতার পাশাপাশি এর ওপর পড়াশোনা করতে হবে। প্রত্যেক সাংবাদিকের একটি করে পারিবারিক লাইব্রেরী থাকা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের স্বার্থে ওয়েল ফেয়ার ট্রাস্ট গঠন করা উচিত। নেপালের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান কিশোর শিষ্টা বলেন, নেপালে সাংবাদিকদের জন্য চিকিৎসা ব্যয়, দূর্ঘটনা ভাতা ও সাংবাদিকতার উপকরণ বাবদ ২০ শতাংশ অর্থ সরকারিভাবে প্রেস কাউন্সিলের মাধ্যমে প্রদান করা হয়। বাংলাদেশেও এ ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে সাংবাদিকরা আরো বেশি উপকৃত হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের জন্য পুরস্কার প্রবর্তন করেছেন। তাছাড়া সকল সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনার জন্য চেষ্টা করছেন। সাংবাদিকদের চিকিৎসা সেবা ও অন্যান্য সেবা প্রদানের জন্য রিলিফ ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে। সকল সাংবাদিকদের ঐক্য গঠনের জন্য কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। পরে তারা সোনারগাঁও প্রেস কার্যালয়সহ সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও পানাম সিটি পরিদর্শন করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ