আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ আশরাফের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী  সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শুক্রবার সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। বৃষ্টি উপেক্ষা করে মরহুমের কবরে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর নেতৃত্ব দেন। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর।

উল্লেখ্য, ২০১৯ সালের এই দিনে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।