নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান সিআইপি নির্বাচিত হয়েছেন । বুধবার ১৮ সেপ্টেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিকেএমইএ সভাপতি এমপি সেলিম ওসমানের হাতে সিআইপি (ট্রেড-২০১৭) কার্ড তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
উল্লেখ্য এমপি সেলিম ওসমান বিএনপির আমলে ২০০৩ সিআইপি (শিল্প), ২০১১ সিআইপি (শিল্প), ২০১২ সিআইপি (শিল্প ও বাণিজ্য), ২০১৩ সিআইপি (বাণিজ্য), ২০১৩ সিআইপি (শিল্প), ২০১৫ সিআইপি (শিল্প), ২০১৬ সিআইপি (শিল্প) মন্ত্রনালয় কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ন ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন।