আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীর সহযোগিতায় সদরে খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ  সদর উপজেলায় সেনাবাহিনীর সহযোগিতায় অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৷  রবিবার (২৯ মার্চ) দুপুর থেকে সদর উপজেলার চাঁদমারী বস্তিসহ নগরীর কালিরবাজার, ডিআইটিসহ বিভিন্ন পয়েন্টে রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালক, দিনমজুর ও দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক উপস্থিত ছিলেন ৷ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও সাবান।

এছাড়া সদর উপজেলা জুড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রবিবার সারাদিনে সেনাবাহিনী টহল দিয়েছে। তারা জনগণ সামাজিক দূরত্ব বজায় রাখতে জনগণকে অনুরোধ জানিয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৪৫ আর্টিলারি ডিভিশন কর্মকর্তা মেজর আহসান উজ্জামান, ইউএনও নাহিদা বারিক, সদর সহকারি কমিশনার (ভূমি) হাসান বিন মোহাম্মদ আলী।