আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সেই হাশেমসহ ৬ জন কারাগারে

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেড (সেজান জুস) কারখানায় আগুন লেগে ৫২ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় কারখানাটির চেয়ারম্যান , ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুনের আদালত এই আদেশ দেন। এ সময় দুই আসামিকে জামিন দেয়া হয়। নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিন প্রাপ্তরা হলেন তাওসীব ইব্রাহিম ও তানজীম ইব্রাহীম। যে ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন হাশেম ফুড অ্যান্ড বেভারেজের চেয়ারম্যান এম এ হাশেম, তার ছেলে হাসিব বিন হাশেম, তারেক ইব্রাহিম, প্রতিষ্ঠানটির সিইও শাহান শাহ আজাদ, ডিজিএম মামুনুর রশিদ, সিভিল ইঞ্জিনিয়ার কাম অ্যাডমিন মো. সালাউদ্দিন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জুলাই) কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্পন্সরেড আর্টিকেলঃ