আজ বৃহস্পতিবার, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সেই প্রতারকের সাজা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগ‌ঞ্জ উপ‌জেলার দ‌ক্ষিন রূপসী ও চনপাড়া পূণর্বাসন কে‌ন্দ্র এলাকায় সেনাবা‌হিনী ও নৌবা‌হিনীর কর্মকর্তা প‌রিচ‌য় দি‌য়ে ত্রান সামগ্রী দেয়ার নাম ক‌রে বিপুল সংখ্যক হতদ‌রিদ্র মানু‌ষের কাছ থে‌কে ১শ’ টাকা ক‌রে নেয়ার অ‌ভি‌যো‌গে আটক  প্রতারক‌ কামাল হো‌সেন মাইজভান্ডারী এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। শুক্রবার ( ১ মে ) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সংবাদচর্চাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল)  দুপুরে দক্ষিণ রূপসী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একটি ফার্মেসীতে বসে ত্রাণের কথা বলে মানুষের কাছ থেকে ছবি ও ভোটার আইডি কার্ড নিচ্ছিল প্রতারক কামাল হোসেনমাইজভান্ডারী। ভুয়া ত্রাণ কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে কিছু টাকা। জানা গেছে  আটক কামাল হোসেন খুলনা এলাকার আব্দুর রহমানের ছেলে। সে বর্তমানে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে একটি ভাড়াবাড়িতে বসবাস করে আসছে।

সর্বশেষ সংবাদ