আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সেই কাশেমী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ( ২২ মে) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ মুফতি মনির হোসেনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন বিচারক। আরও পড়ুন: শামীম ওসমানের প্রতিপক্ষ গ্রেফতার

গত ২১ মে সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকার একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি।

ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, কাসেমী এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতা, ২০২০ সালের মামলা, নারায়ণগঞ্জে মামলা ও সম্প্রতি নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এদিকে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করেছিলেন মনির হোসেন কাসেমী। তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানের প্রতিপক্ষ। নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমানের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছে মনির হোসেন কাশেমী।

স্পন্সরেড আর্টিকেলঃ