আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আল কোরআন সূরা তাওবা১ মদীনায় অবতীর্ণ।

সূরা তাওবা১

সূরা তাওবা১ মদীনায় অবতীর্ণ।

সূরা তাওবা১

আল কোরআন
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৩১. তারা আল্লাহকে ছেড়ে নিজেদের প-িত ও ধর্ম যাজকদেরকে রব বানিয়ে নিয়েছে এবং মারইয়ামের পুত্র মসীহকেও। অথচ তাদের প্রতি শুধু এই আদেশ করা হয়েছে যে, তারা শুধুমাত্র এক মাবুদের ইবাদত করবে যিনি ব্যতীত মাবুদ হওয়ার যোগ্য কেউ-ই নয়। তিনি তাদের অংশী স্থির করা হতে পবিত্র।৯
৩২. তারা আল্লাহর নূরকে নিজেদের মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার নূরকে (দ্বীন-ইসলাম) পূর্ণতায় পৌঁছানো ব্যতীত নিরস্ত হবেন না, যদিও কাফেররা অপছন্দনীয় মনে করে।

আল হাদিস
ভিক্ষাবৃত্তি নিন্দনীয় আর দান করা উত্তম
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কারো পক্ষে কাষ্ঠ সংগ্রহ করে পিঠে বোঝাই করে বয়ে আনা কারো কাছে হাত পাতার চেয়ে উত্তম। অথচ সে ব্যক্তি (যার কাছে হাত পাতা হলো) তাকে দান করতেও পারে অথবা বিমুখও করতে পারে।”
[বুখারী: ১৪৭০, মুসলিম: ১০৪২]