আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সুস্থ হয়েছেন নারায়ণগঞ্জের করোনা আক্রান্ত ৩ জন

সংবাদচর্চা রিপোর্ট:

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জের ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ  জেলা প্রশাসন।  এর আগে জেলায় ৩ জন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। প্রথমে ৩ জনের নমুনা পরিক্ষা করা হলে ২ জনের রিপোর্ট নেগেটিভ ও ১ জনকে ঢাকায় একটি হসপিটালে আইসোলেশনে রাখা হয়। গতকাল আইসোলেশনে থাকা ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসকের তথ্য অফিসার সিরাজদৌলাহ। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি আরও জানায়, বর্তমানে এই ভাইরাসে আর কেউ আক্রান্ত নেই। করোনা ভাইরাসে এই পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার কোনো রোগীর মৃত্যু হয়নি বলেও জানান তিনি। তবে এখনো করোনা মোকাবেলায় সরকারি ও বেসরকারি ভাবে প্রস্তুত আছে মোট ১৯০ জন চিকিৎসক ও ৩৫৩ জন নার্স ও ৬টি অ্যাম্বুলেন্স ।
এছাড়াও আক্রান্ত রোগীদর আইসোলেশনের জন্য পুরো জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১০২টি শয্যা রাখা হয়েছে। সরকারি ভাবে ৩০শয্যা প্রস্তুত রাখা আছে। এসব রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ৯০ জন ডাক্তার ও ১৭৩ জন নার্স প্রস্তুত রাখা আছে। এছাড়াও বেসরকারি ভাবে ৭২টি চিকিৎসা কেন্দ্র প্রস্তুত আছে। আর এসব কেন্দ্রে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ১০০ জন ডাক্তার ও ১৮০ নার্স প্রস্তুত আছে।
আরো জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আরও ২৫ মেট্টিক টন ত্রাণ ও নগদ ১ লক্ষ টাকা সিটি কর্পোরেশন এলাকায় বিতরনের জন্য দেওয়া হয়েছে। এসব ত্রাণ বিতরত কার্যক্রম চলছে।