আজ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিনেমা দেখতে কলকাতায় কবরী

কলকাতায় মুক্তি পেয়েছে ঢাকার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি অভিনীত সিনেমা ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। ভারতের নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যের পরিচালনায় এতে জ্যোতির বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী।

জ্যোতির এই ছবিটিই কলকাতায় গিয়ে দেখলেন নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক এমপি   ঢাকাই ছবির মিষ্টিমেয়েখ্যাত অভিনেত্রী কবরী। ২৭ সেপ্টেম্ব পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া ছবিটি ৩০ সেপ্টেম্বর কলকাতার সাউথ সিটি আইনক্সে দেখলেন কবরী। সঙ্গে ছবির নায়িকা জ্যোতিকা জ্যোতিও ছিলেন।

ছবিটি দেখার পর ভীষণ প্রশংসাও করেছেন কবরী। সেটাই সমকাল অনলাইনকে জানালেন জ্যোতিকা জ্যোতি। তিনি বলেন, এটা আামর জন্য অবশ্যই বড় পাওয়া। যে কলকাতায কবরী আপা আমার ছবি হলে বসে দেখলেন। যদিও নিজের কিছু কাজে কলকাতায় এসেছেন কবরী আপা। নিজের কাজের ব্যষ্ততার ফাঁকে আমার ছবি দেখেছেন এটা আমার জন্য বড়ই সৌভাগ্যের।

কবরী ছাড়াও ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ দেখেছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’র ছায়া অবলম্বনে নির্মিত ছবিটি এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে। প্রথম ছবি দিয়েই ওপার বাংলার দর্শকদের নজর কেড়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।

স্পন্সরেড আর্টিকেলঃ