আজ বৃহস্পতিবার, ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: 
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ড এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৯ই)  মার্চ সকালে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ এনায়েতনগর, লাখি বাজার,চৌধুরী বাড়ি এলাকায় মশক নিধনের ঔষধ দেয়া হয়। বিশেষ করে তারা ময়লার স্তুপ, ড্রেনের খোলা অংশে অপরিস্কার জায়গায় গুলো চিহ্নিত করে ঔষধ দেওয়া হয়।

নাসিকের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন বলেন, আমাদের জনপ্রতিনিধিদের কাজই হলো মানুষের সেবা করা। মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এই মশার ঔষুধ ছিটানো হয়। মশক নিধন কার্যক্রমের জন্য আমার ওয়ার্ডে ৫ জনের একটি টিম করে দেয়া হয়েছে এই কার্যক্রম চলমান থাকবে।