নিজস্ব প্রতিবেদক :
সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় চিটাগাংরোড ফজর আলী গার্ডেন সিটিতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় আগের কমিটি বাতিল করে সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির তারা হলেন-মো: আব্দুল কাইয়ুম সভাপতি (বাংলাদেশের খবর), গাজী সোহেল সহ-সভাপতি (কালের চিত্র), মো: আব্দুল আলীম সাধারণ সম্পাদক (প্রতিদিনের সংবাদ), মো: সোহেল রহমান যুগ্ন সম্পাদক (দেশ রূপান্তর), মো: আল-আমিন সাংগঠনিক সম্পাদক (নব চেতনা), এস কে মাসুদ রানা অর্থ সম্পাদক (আজকালের খবর), সৈয়দ এম এ রশিদ দপ্তর ও প্রচার সম্পাদক (আলোর জগত), কার্যকরী সদস্য মো: খায়রুল হাসান (অগ্রবাণী প্রতিদিন) ও মো: লতিফ আহমেদ আকাশ (কালের চিত্র)।