আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  ঃ সিদ্ধিরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহন বিজয় দিবস পালিত। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনের মাধ্যমে ব্যাপক ভাবে বাঙালী জাতীর ৪৬’তম মহান বিজয় দিবস পালন করেন। স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাজাকার মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে দিবসটি পালন করা হয়।

বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, বিজয় র‌্যালী ও পরে আলোচনা সভা, মুক্তিযোদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন, দোয়া মিলাদ মাহফিল, চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় থানা এলাকার শতাধিক স্পটে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের উদ্যোগে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াসিন মিয়া সকাল ৯ টায় মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন।

মহান বিজয় দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ সূর্য্যতরুন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বঅর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহনে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। ১৬’ ডিসেম্বর শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে এ র‌্যালী অনুষ্ঠিত হয়। মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে মিজমিজি মাদ্রসারোড গিয়ে শেষ হয়। উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম,এ,হন্নান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা শফিল্লাহ্, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, ডাঃ আল ওয়াজেদুর রহমান, আবুল হোসেন, আনোয়ারুল ইসলাম, হাসান শানতনু, শহিদ, সোহেল, মাসুম,সাইফুল,দোলন, মোস্তফা ও রবিন প্রমূখ।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের উদ্যোগে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইয়াসিন মিয়া নেতৃত্বে বেলা ১২’টায় মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালী করে। র‌্যালীতে ঘোড়ার গাড়ীসহ ৫০’টি মটর সাইকেল,বাইসাকেল, রিক্সা ও মাইক্রোবাস ছিল। বিজয় মিছিলটি থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদকের বাড়ি হতে শুরু করে সিদ্ধিরগঞ্জ পুল, শিমরাইল মোড় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মৌচাক বাসষ্ট্যান্ড হয়ে পুণরায় থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাজ্বী ইয়াছিন মিয়ার বাড়িতে গিয়ে শেষ হয়। বিজয় দিবস উপলক্ষে বর্ণাড এ র‌্যালিটি থানা এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করে। এ র‌্যালিটিতে কয়েক’শ দেশ-প্রেমিক আওয়ামিলীগ কর্মি উপস্থিত ছিলেন।

সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের উদ্যোগে ৪৬’তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬’ডিসেম্বর সকাল ৯’টায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা করে সমাপ্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরির্ষদের সভাপতি ও সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রওশনারা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষিকা দিলরুবাখানম, সহকারী শিক্ষক কামাল হোসেন, আলী আজগর, মৌসমী আক্তারসহ অএ বিদ্যালয়ের পরিচালনা পরির্ষদের সকল নেতৃবৃন্দ, সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগন। সার্বিক পরিচালনায় ও তত্তাবধায়নে ছিলেন সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামিম হাসান।

সানারপাড় রওশন আরা ডিগ্রী কলেজের উদ্যোগে মহান বিজয় দিবসকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ৪৬’তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬’ডিসেম্বর সকাল ১১’টায়, উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা রওশন আরা, দাতা সদস্য ও প্রবীন আওয়ামীলীগ নেতা সোনা মিয়া, অধ্যক্ষ হারুন-অর-রশিদ, প্রফেসর মোঃ গোলাম মোস্তফা, কামরুল হাসান, আফরোজা বেগম, মোঃ বিল্লাল মিয়া, নাসরিন সুলতানা, রুবিনা জেসমিন, আমিনুল ইসলাম খান, মোস্তফা, সাইফুল ইসলাম, সৈয়দ মাজহারুল হক, মোঃ কামাল হোসেন, সামিরা বিনতে আবিদেন, আবুল কালাম, মাসুম তালুকদার, মাহমুদা আক্তার লিজাসহ কলেজের সকল শিক্ষার্থী।

অপরদিকে মিজমিজি কান্দাপাড়া আনন্দলোক উচ্চ বিদ্যালয়ে সকাল ১০’টায় মহান বিজয় দিবসে অংশ গ্রহন করেন, স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান হাওলাদারসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এ ছাড়াও থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ এলাকাবাসীর উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়।