আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন করেছে স্বপ্ন পূরণ সামাজিক সংগঠন নামে একটি অরাজনৈতিক সংগঠন। শুক্রবার সকালে আদমজীনগর ছালেহা সুপার মার্কেট এলাকায় এ মানববন্ধন করা হয়।
সংগঠনটির সভাপতি মো: আলিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নাসিক প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মহিউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে নাসিক ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিল মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন। এসময় আলহাজ¦ মতিউর রহমান বলেন, সারাদেশে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সর্বত্র মাদকের ছোবলে যুবসমাজ আজ ধ্বংসের মুখে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। এ লক্ষে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে। এজন্য পরিবারে বাবা-মাকে বেশি সচেতন হতে হবে। এসময় তিনি উপস্থিত সকলকে মাদককে প্রশ্রয় না দিয়ে এর বিরুদ্ধে কাজ করতে শপথ করার আহ্বান জানান। মনোয়ারা বেগম বলেন, পরিবারের একজন মাদকসেবী হলে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। তাই পরিবারের সকল সদস্যকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। সেই সাথে মাদকের বিরুদ্ধে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। সভাপতির বক্তরে‌্য মোঃ আলিনুর রহমান সমাজের সকল পেশা-শ্রেণীর মানুষকে মাদকের বিরুদ্ধে রুখে দাড়িয়ে সমাজকে মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। কমরেড মেহেদী হাসান হাওলাদারের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা আফছার উদ্দিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য শিহাব সিকদার, এসএম বিজয় সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।