আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী শাওন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ী মওদুদ আহমেদ শাওন (২৫) হত্যা মামলায় দু’জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। সোমবার ৩০ জুলাই দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক রবিউল আউয়াল এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের নজরুল ইসলামের ছেলে রাকিব (২৪) ও মোশারফ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন বসু (২৪)। এদের মধ্যে রাকিব পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মাকসুদা আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করেছে।

২০১৪ সালের ১০ জুলাই সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের দৌলদী গ্রামের একটি ধইঞ্চা ক্ষেত থেকে শাওনের লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ময়নাতদন্ত শেষে ১১ জুলাই মাসদাইর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে তার মরদেহ দাফন কেরন। নিহতর শাওনরে পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ছিল।

পরে লাশের খবর পেয়ে শাওনের পরিবারের সদস্যরা ১২ জুলাই শনাক্ত করলে আদালত লাশটি পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ১৬ জুলাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাসদাইর পৌর কবরস্থান থেকে শাওনের লাশ উত্তোলন করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করে পুলিশ।

স্পন্সরেড আর্টিকেলঃ