সিদ্ধিরগঞ্জে ১৯২ ক্যান বিয়ারসহ চার যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সাইনবোর্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির সিদ্ধিরগঞ্জের কামতাল এলাকার আব্দুল আলীর ছেলে, মো. সুজন মো. খলিলের ছেলে, মো. সাগর হোসেন একই এলাকার আব্দুল বাতেনের ছেলে ও রুহুল আমিন ঢাকার দোহারের লালু মাঝির ছেলে।
গ্রেফতাররের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি এসএম আলমগীর হোসেন।