সংবাদচর্চা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে হীরাঝিল এলাকায় নারায়নগঞ্জ জেলা বিএনরি সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম রবি পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা, এবং এতিম অসহায় প্রতিবন্ধি দুই শ লোকের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশে গতকাল রবিবার (১৮ মে) বিকেলে নাসিক ১ নম্বর ওয়ার্ডে এ ইফতার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা তরুন দলের সভাপতি টি এইচ তোফা, নারায়নগঞ্জ মহানগর যুবদলের সহ- সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, জিতু ও রুবেল প্রমুখ,
মনিরুল ইলাম রবি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দুই শ জন অসহায় লোককে সহায়তা করছি। করোনা দুর্যোগে বিএনপি জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।