আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে নারী শ্রমিকের আত্না হত্যা

সিদ্ধিরগঞ্জে ফাঁসিতে ঝুলে রিতা (১৬) নামে ডাইং কারখানার এক নারী শ্রমিক আত্মহত্যা করেছে। গত বুধবার (২৪ জুলাই) দিবাগত রাত ২ টায় ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।

সে পাবনা জেলার ফরিদপুর থানার টিয়ারপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা চেয়ারম্যান আফিস সংলগ্ন মাসুদ পারভেজ এর বাড়ীতে পরিবারের সাথে ভাড়া থাকতো। কাজ করতো জালকুড়ি এলাকার সীমা ডাইংয়ে। আত্ন হত্যার কারণ বলতে পারছেনা স্বজনরা।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানায়, খবর পেয়ে রাত ৩ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮ টায় ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।