আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে দেশীয় মদসহ গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জে দেশীয় মদ

সিদ্ধিরগঞ্জে দেশীয় মদ

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে দেশীয় মদসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ পুলিশ। বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জে জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকার চেকপোষ্টে তল্লাশি চালিয়ে ওই ব্যাক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। আটক ওই ব্যাক্তির নাম খোকন (৪০)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান, বৃহস্পতিবার দুপুরে জালকুড়ি চেকপোষ্টের দায়িত্বে ছিলেন এএসআই মনির। ওই সময় দুজন ব্যাক্তি একটি কাগজের বাক্সো নিয়ে নারায়নগঞ্জ থেকে জালকুড়ি বাসস্ট্যান্ড এসে নামে। তখনই পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশী করার জন্য দাড়াতে বললে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ খোকনকে আটক করে তার সাথে থাকা বাক্সটি তল্লাশী করে বড়-ছোট মিলিয়ে ২৮টি বোতলে বিশ লিটার দেশীয় মদ উদ্ধার করে। পরে আমি খবর পেয়ে জালকুড়ি চেকপোষ্ট থেকে মদসহ আসামীকে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন পুলিশকে জানায় সে ওই মদ গুলো নারায়ণগঞ্জের টানবাজার থেকে জালকুড়ি নিয়ে আসছিলো। জালকুড়ি এলাকার জনৈক মোক্তারকে দেয়ার জন্য। তিনি আরো জানায় ওই সময় পালিয়ে যাওয়া ব্যক্তিটিই মোক্তার। সে মুলত টানবাজারের ওই মদের দোকানের কর্মচারী। উপ-পরিদর্শক জয়নাল আরো জানায়, এঘটনায় খোকনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।