সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মেয়েসহ মাকে গলাকেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় আব্বাস মিয়া কে আটক করেছে ডিবি পুলিম । ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ৩টায় সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজের সামনে থেকে তাকে ডিবির একটি টিম আটক করে। জানা গেছে তিনিই মূল ঘাতক। একটি চাকু দিয়েই শ্বাশুড়িসহ দুই শালিকাকে হত্যা করেছে। তার আক্রমন থেকে রক্ষা পায়নি নিজের মেয়েও। তাকেও ছুরিকাঘাত করে জখম করে মৃত ভেবে ফেলে যায়।