আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের ঈদ সামগ্রী বিতরণ

রাজনৈতিক প্রতিবেদক
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে সাধারন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ড তাতখানা মসজিদের পাশে থানা ছাত্রদলের নেতৃত্বে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক মমিনুর রহমান বাবু, সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াজ, সহ সভাপতি দর্পন প্রধান, আলতাফ হোসেন ইব্রাহিম, হামিদুর রহমান সুমন, জুয়েল রানা, রোমান, কাউছার আহমেদ, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বী, সজিব, সাংগঠনিক সম্পদক মাকফুর রহমান পাপন, সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার খান তুষার, সমাজসেবা সম্পাদক শাহজালাল, সদস্য রিয়াজুল আলম ইমন, ইমরান আহম্মেদ তুষার, হাসানুজ্জামন লিমন প্রমূখ।

বিতরন শেষে মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক মমিনুর রহমান বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে মহানগর ছাত্রদল অনেক আগে থেকেই ত্রাণ বিতরন কার্যক্রম শুরু করেছে। সামনে ঈদ তাই এখন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। এই ধারা আগামীতেও অব্যহত থাকবে।

দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় মানুষের জন্য কাজ করেছে এখনও করছে আগামীতেও করবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করছি। যতক্ষন দেহে প্রাণ আছে ততক্ষন মানুষের জন্য কাজ করে যাবো ইনসাআল্লাহ।

এসএমআর