আজ শনিবার, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে করোনায় আক্রান্ত এক বৃদ্ধ

সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৩০ মার্চ জ্বরে আক্রান্ত ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ৮নং ওয়ার্ডে বসবাসরত ওই ব্যাক্তির রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি রাজধানী পুরান ঢাকার একটি মটর পার্সের দোকানে চাকরী করতো। আক্রান্ত ওই ব্যক্তির তিন ছেলেন শরীরেও জ্বর আছে।

এ বিষয়ে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা সংবাদচর্চাকে জানান, যেখানে করোনা আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে সেই বাড়ি আমরা লকডাউন করেছি। সেই সাথে ওই বাড়ি থেকে কাউকে বের না হওয়ার জন্য বলা হয়েছে। তাদের খাদ্যসামগ্রী বাড়িতে পৌছে দেয়ার বিষয়ে তিনি বলেন, আমি নিজে গিয়ে করোনা আক্রান্ত বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসবো। তারপরেও তারা যেনো বের না হয়। সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (অপারেশন) রুবেল হাওলাদার বলেন, যে বাড়িতে করোনা শনাক্ত হয়েছে ওই বাড়িটি আমলা লকডাউন করেছি।

এসএমআর

স্পন্সরেড আর্টিকেলঃ