নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কয়েকটি ওয়ার্ডে ওয়াসার পানির চরম সংকট দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পরেছে নাসিকের কয়েকটি ওয়ার্ডের সাধারণ জনগণ। জানাযায় নাসিকের ৮ এবং ১০ নং ওয়ার্ডের কয়েকটি এলাকায় রয়েছে ওয়াসার পানির চরম সংকট। পানির সংকটের কারনে এসব এলকার সাধারণ মানুষজন রাস্তায় নামলেও হচ্ছেনা স্থায়ি কোন সমাধান। সাধারণের অভিযোগ ওয়াসার অবহেলার কারনেই পানির এই সংকট। পানির এই সংকট নিরসনে ওয়াসা কর্তৃপক্ষ কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করছে না। যার কারণে এসব এলাকার সাধারণ মানুষের ভোগান্তিও কমছে না। নাসিক ৮নং ওয়ার্ডের পাঠানটুলি, আইলপাড়া, পূর্ব এনায়েতনগর এবং ১০নং ওয়ার্ডের আরামবাগ, ২নং ঢাকেশ^রি বাজার, মীরপাড়া, বাগপাড়া এলাকায় রয়েছে তীব্র পানি সংকট। এসব এলাকার কয়েজনের সাথে কথা বলে জানা গেছে প্রায়সময়ই ওয়াসার পানির মধ্যে ময়লা পাওয়া যায়। এছাড়াও অনেকসময় দুর্গন্ধযুক্ত ময়লাপানিও সরবরাহ করে থাকে ওয়াসা। এদিকে ওয়াসার পানির দাবীতে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় মানব বন্ধন করেছে স্থানীয়রা।